মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

৬-৭ মে নিউইয়র্কে ‘উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব ২০২৩’

শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘উত্তর আমেরিকা রবীন্দ্র উৎসব ২০২৩’ আগামী ৬-৭ মে অনুষ্ঠিত হবে। রবীন্দ্র সম্মিলন পরিষদ ইউএসএ এ উৎসবের আয়োজন করছে। এতে সহযোগীতা করছে ভারতীয় বাঙালিদের সবচেয়ে বড় সংগঠন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) ও বাংলা ওয়ার্ল্ডওয়াইড। শনিবার (১৮ মার্চ) বিকালে নিউইয়র্কে্যর জ্যামাইকার আশা হোম কেয়ার অডিটরিয়ামে সংবাদ সম্মলেন করে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। রবীন্দ্র উৎসবের উদ্বোধন করবেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রধান অতিথি থাকবেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে। এছাড়াও, আয়োজনের বিভিন্ন পর্বে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দও, লেখক ও বিজ্ঞানী নূরুন নবী, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, ভারতীয় লেখক আলোলিকা মুখোপাধ্যায় ও চন্দ্রিল ভট্টাচার্য, তানিয়া আমীর।

সংবাদ সম্মলেন জানানো হয়, বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য থেকে লেখক, সাহিত্যিক, সাংবাদিক, কলাকুশলী ও রবীন্দ্র অনুরাগীরা রবীন্দ্র উৎসবে যোগ দেবেন। এ উৎসবে থাকবে খ্যাতিমান রবীন্দ্র সঙ্গীত শিল্পীদের পরিবেশনা, রবীন্দ্রনাথের আঁকা ছবি প্রদর্শনী, সেমিনার, বিদেশী শিল্পীদের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন, ভেন্যুতে রবীন্দ্র ভাস্কর্য স্থাপনসহ নানা আয়োজন।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী অমিয় বন্দ্যোপাধ্যায় ও নিউইয়র্কে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টসের (বিপা) কর্ণধার সেলিমা আশরাফকে আজীবন সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনুষ্ঠানে কলকাতার সংগীত শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা সংগীত পরিবেশন করবেন।

রবীন্দ্র উৎসবের আহ্বায়ক হাসানুজ্জামান সাকীর উপস্থাপনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন রবীন্দ্র উৎসবের উপদেষ্টা ও সাপ্তাহিক বাঙ্গালীর সম্পাদক কৌশিক আহমেদ। উপস্থিত ছিলেন রবীন্দ্র উৎসবের উপদেষ্টা কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট রণদেব সরকার, অ্যানি ফেরদৌস।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন