লংগদু, (রাঙামাটি) প্রতিনিধি
লংগদুর বাইট্টাপাড়া বাজারের অনাকাঙ্খিত অগ্নিকান্ড প্রতিরোধে স্থানীয় ব্যক্তিবর্গের সাথে লংগদু জোনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত সমন্বয় সভার প্রধান ছিলেন লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল মো. হিমেল মিয়া (পিএসসি)।
সভায় বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, থানার তদন্ত (ওসি) সানজিদ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, মাইনীমূখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন কমল, বাইট্টাপাড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।
সমন্বয় সভায় বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলেন, বাইট্টাপাড়া বাজার কমিটির সাবেক সভাপতি রাকিব হাসান এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে মুসলিম উদ্দিন ও জহির উদ্দিন সহ আরো অনেকেই।
জোন অধিনায়ক হিমেল বলেন, “অনাকাঙ্খিত এই অগ্নিকান্ড প্রতিরোধে স্থানীয়দের আরো অনেক বেশি সচেতন হতে হবে। অগ্নিনির্বাপক সরঞ্জাম সহ যথেষ্ট পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে জোন কর্তৃক অগ্নিনির্বাপন (মহড়া) প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আরো বলেন, পরবর্তীতে উপজেলা প্রশাসন সহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আর্থিক সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
এসময় সভায় জোনের উপ অধিনায়ক মেজর রিফাত (পিএসসি), অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইহসানুল হক, ক্যাপ্টেন ইউসাব্বির সাকিল ও আরএমও যোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি (শনিবার) বাইট্টাপাড়া বাজারে অগ্নিসংযোগের ফলে ৩১টি দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন