শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

অটিজম সম্পর্কে গণসচেতনতা তৈরিতে নাটক ‘প্রেরণা’ নিয়ে পদাতিকের দেশব্যাপী সামাজিক যুদ্ধ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১

প্রিন্ট করুন
perina 1

ঢাকা: ‘পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ’ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রথম সারির একটি সংগঠন। ১৯৭৮ সাল থেকে পদাতিক সংস্কৃতির সব শাখায় পদচারণার মাধ্যমে দীর্ঘ ৪৩ বছর ধরে বাংলাদেশের সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত থেকে দেশ গঠনে বলিষ্ঠ ভুমিকা পালন করে চলেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিমন্ডলের এক অশুভ শক্তি ‘অটিজম’ নিয়ে ‘পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ’ গত ২ এপ্রিল ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে-তে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন করেছে তাদের ৩৩ তম প্রযোজনা ‘প্রেরণা’। এটির রচনা ও নির্দেশনায় রয়েছেন সাবিল রেজা চৌধুরী।

অটিজম দ্রুত গ্রাস করে চলেছে গোটা বিশ্বকে। এ অশুভ শক্তির বিরুদ্ধে সামাজিক গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পদাতিক দেশের প্রতিটি জেলায় এর মঞ্চায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ৮ অক্টোবর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) এবং ৯ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে প্রদর্শনীর মাধ্যমে এর শুভ সূচনা করতে যাচ্ছে। নাটকে প্রেরণা অটিজম এবং সুইড বাংলাদেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশ নেবে।

শুধু গণসচেতনতা তৈরির জন্যই নয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়তার জন্যও ‘প্রেরণা’ একটি প্রয়াস। ‘প্রেরণা’ নাটকের প্রতিটি প্রদর্শনীর টিকিট বিক্রীর অর্থের একটি অংশ পদাতিক দেবে বিশেষ শিশুদের কল্যাণে। তাই সমাজের সবার প্রতি নাটকটি দেখার আহ্বান রইল। আপনাদের কিনা একটি টিকিট সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আরো বেগবান করবে আমাদের এ প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, সবাই মিলে জাগলেই কেবল গণ জাগরণ সম্ভব।

প্রেস বার্তা

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন