ঢাকা: নতুনধারা বাংলাদেশের (এনডিবি) চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ‘ধর্ম-মানবতা-শিক্ষা-সমাজ-সভ্যতা পরিপন্থি কথায় মনে হচ্ছে, অধিকাংশ মন্ত্রী-সাংসদ পাগল হয়ে গেছেন। তারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য নুরু-চরমোনাই পীর-ড. কামালসহ বেশ কিছু দালালকে লালনের মধ্য দিয়ে আমজনতার আন্দোলনকে ঠেকিয়ে রাখার অপচেষ্টা করে যাচ্ছে। কিন্তু তারা জানে না, নাগরিক অধিকার আদায়ের জোয়ার উঠলে কোন অপরাধী-দুর্নীতিবাজ-উত্তরাধিকারের রাজনীতিক পার পাবে না।’
শনিবার (১৬ অক্টোবর) ‘ধর্ম অবমাননা থেকে উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, সাইদুজ্জামান রওশন প্রমুখ।
সভায় অন্য বক্তারা বলেন, ‘নাগরিক অধিকার আদায়ের জন্য সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা এখন সবচেয়ে জরুরী। তা না করে তথাকথিত উন্নয়ন আর ধর্ম নিয়ে টানাটানি করছে, যাতে করে জনগন ক্ষতিগ্রস্থ হচ্ছে সবচেয়ে বেশি। এখন প্রয়োজন নাগরিকদের ঐক্যবদ্ধতা।’
প্রেস বার্তা
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন