চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ‘অধিকার কেউ কাউকে দেয় না। অধিকার আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে অর্জন করে নিতে হয়। চট্টগ্রাম ওয়াসার শ্রমিক-কর্মচারীরা দীর্ঘ দিন ধরে তাদের নায্য দাবি আদায়ে আন্দোলন করছে। কিন্তু তাদের দাবি এখনো পূরণ হয়নি। এ দাবি আদায়ে শ্রমিক-কর্মচারীদেরকে এক হতে হবে।’
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকালে চট্টগ্রাম ওয়াসার সম্মেলন কক্ষে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল, ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম ওয়াসা সিবিএর সভাপতি এনায়েত উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি শফর আলী, কার্যকরী সদস্য বেলাল আহমেদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার তিমির বরণ চৌধুুরী।
উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি কামাল উদ্দিন, চট্টগ্রাম ওয়াসা সিবিএর সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো শাহাজাহান, সহ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো রুহুল আমিন, অর্থ সম্পাদক ইলিয়াস, প্রচার সম্পাদক এসকান্দর, আপ্যায়ন সম্পাদক ফজলুল কাদের, মাহবুব, ফরহাদ, আনোয়ার, মহরম, রেজোয়ান, জাকারিয়া, কামরুল।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘রাজশাহী ওয়াসার শ্রমিক-কর্মচারীরা পেনশন সুবিধা ভোগ করেন। দেশের অপরাপর ওয়াসাতেও এ সুবিধা রয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম সিটির চট্টগ্রাম ওয়াসার শ্রমিক-কর্মচারীরা পেনশন সুবিধা থেকে বঞ্চিত। এ দাবি আদায়ে দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম ওয়াসার শ্রমিক-কর্মচারীরা আন্দোলন ও সংগ্রাম করছেন। কিন্তু রহস্যজনক কারণে তাদের আন্দোলন আজো সফলতার মুখ দেখেনি। তবে তাদের নায্য দাবি আদায়ে ওয়াসার শ্রমিক কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এ দাবি আদায়ে প্রয়োজনে চট্টগ্রাম সিটি আওয়ামী লীগ তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।’
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন