মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

অনৈক্যর কারণে লিটল বাংলাদেশ উদ্বোধন অনুষ্ঠানে বিশৃঙ্খলা!

সোমবার, ফেব্রুয়ারী ২৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রর নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যামাইকার  একটি সড়কের নাম ‘লিটল বাংলাদেশ এভিনিউ’ করাকে কেন্দ্র করে আগে থেকেই ছিলো নামকরণের বিষয়ে নানামুখী তর্ক বিতর্ক। আর সেই বিতর্ক স্পষ্ট ধরা পড়েছে গত ২১ ফেব্রুয়ারি সড়কটির উদ্বোধন অনুষ্ঠানে। যেখানে ছিলো যথেষ্ট অব্যবস্থাপনা। আর এ সবের জন্য বাংলাদেশিদের অনৈক্য দায়ী করেছেন কমিউনিটির নেতৃবৃন্দ। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সড়কের উদ্বোধন অনুষ্ঠানে  বিশৃঙ্খলাকে কেন্দ্র করে কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আনোয়ার হোসেনের উদ্যেগে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে কমিউনিটি নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশি কমিউনিটির মধ্যে অনৈক্য কতটা ভয়াবহ রূপ লাভ করেছে, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল লিটল বাংলাদেশ এভিনিউ উদ্বোধনের সময়কার বিশৃঙ্খলা। 
আলোচকরা বলেন, বাংলাদেশিদের মধ্যে ঐক্য নেই বলেই কাউন্সিলম্যান জেনারো ঔদ্ধত্য দেখাতে পেরেছেন। তাই জেনারোকে দোষ না দিয়ে এক্ষেত্রে নিজেদের ভুলটাকেই আগে দেখতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার দিকে এগিয়ে যেতে হবে।

এতে সহ-আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন নাসির আলী খান পল, মোরশেদ আলম, মাফ মিসবাহ উদ্দিন আউয়াল সিদ্দিকী। 

 এর আগে, গত ২১ ফেব্রুয়ারি জ্যামাইকার হিলসাইড এভিনিউর ১৬৯ স্ট্রিট এবং হোমলন স্ট্রিটের কর্ণারে একটি সড়কের নামকরণ করা হয় ‘লিটল বাংলাদেশ এভিনিউ’। কিন্তু বাংলাদেশিদের জন্য গৌরবের এমন মাহেন্দ্রক্ষণটি নষ্ট হয়ে গেছে চরম বিশৃঙ্খলার কারণে।

শত শত প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে সড়কটি উদ্বোধন করেন স্থানীয় সিটি কাউন্সিলম্যান জেমস এফ জেনারো। চরম অব্যবস্থাপনা আর বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠানটি এক পর্যায়ে বন্ধ করে দেয়ারও হুমকি দেন কাউন্সিলম্যান জেনারো। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান সঠিকভাবে সম্পন্ন হয়৷ 

প্রসঙ্গত, প্রথমে বাংলাদেশ বা দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে জ্যামাইকায় একটি রাস্তার নামকরণ করার দাবি ওঠে। প্রবাসীদের পক্ষ থেকে পৃথক দুইটি পক্ষ স্বাধীন বাংলাদেশের স্থপতি ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের নামে একটি রাস্তার নামকরণের দাবি তোলেন। পরে অপর একটি মহল ‘বাংলাদেশ’ নামে রাস্তার নামকরণের দাবি করেন; যাতে কোন রাজনৈতিক বিভেদ সৃষ্টি না হয়। 
পরে ‘লিটন বাংলদেশ এভিনিউ’ নামকরণ চূড়ান্তকরণ করা হয়। সিটি হলে পাস হওয়া বিলের নম্বর হচ্ছে- আইএনটি ২৪৭৭-২০২১। সিটি কাউন্সিলে বিলটি উত্থাপন করেন কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিলম্যান জিম এফ জিনারো। সম্প্রতি নিউইয়র্ক সিটি কাউন্সিলে সিটির ১৯৯টি রাস্তার নাম বিশিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের নামে রি-নেমিং করার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের মধ্যে ‘লিটল বাংলাদেশ এভিনিউ’ রয়েছে।

আইআই/সিএন

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন