বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচন দেবে, আশা ফখরুলের

বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

প্রিন্ট করুন
নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করতে বেপরোয়া সরকার মির্জা ফখরুল

সিএন প্রতিবেদন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার গত তিন মাসে অনেক কাজ করেছে। আমাদের আশা, আমরা যদি তাদের সহযোগিতা করি তাহলে তারা উপযুক্ত ও যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজন করবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক-জনতা দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদ ও তাদের দোসরদের পরাজাতি করে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে।

ফ্যাসিবাদ সরকারের ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার বিএনপিকে নানাভাবে নির্যাতন করেছে। এই আওয়ামী লীগ প্রায় ৬০ লাখের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৭০০ মানুষকে গুম করে হাজার হাজার মানুষকে হত্যা করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো এই দেশে আধিপত্যবাদ পরাজিত করা হয়।

সিএন/এমটি

Views: 3

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন