মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

অন্য দেশের হয়ে খেলতে অবসর ভাঙছেন রস টেলর!

শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেট অধিনায়ক রস টেলর ৪১ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরছেন, এবার অন্য দেশের হয়ে। আগামী এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে সামোয়া দলের হয়ে খেলবেন তিনি।

শুক্রবার সামোয়া স্কোয়াডে টেলরের নাম ঘোষণা করা হয়েছে। দলটির নেতৃত্ব দেবেন ক্যালেব জাসমাত। সামোয়ার হয়ে খেলতে পেরে উচ্ছ্বসিত টেলর বলেন, “মায়ের জন্মভূমিকে প্রতিনিধিত্ব করতে পারা দারুণ আনন্দের। দীর্ঘদিন ধরে পরিকল্পনা চলছিল, এবার সুযোগ পেয়ে খেলার জন্য মুখিয়ে আছি।”

টেলর নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে এখনও পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল নভেম্বর ২০২০ সালে। এরপর ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলেছিলেন।

সামোয়া দলে টেলরের সঙ্গে আছেন অভিজ্ঞ ব্যাটার শন সোলিয়া এবং তারকা ডেরিয়াস ভিসার। বাছাইপর্বে সামোয়া ওমানের মাটিতে খেলবে এবং তাদের প্রতিদ্বন্দ্বী পাপুয়া নিউগিনি ও জাপান। এছাড়া নেপাল, কুয়েত, মালয়েশিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন