স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধী যেই হোক, কোনও অবস্থাতেই তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যত প্রতাপশালী হোক, যে দলেরই হোক ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা অনেকেই ঢাকার অলিগলি চেনেন না। সে জন্য একটু সময় দিতে হবে।
বুধবার (০৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাঁদাবাজি যাতে না হয়, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রিকশাগুলো যাতে প্রধান সড়কগুলোতে আসতে না পারে সে জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।’
তিনি বলেন, ‘ঢাকার মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের আজকের মিটিং ছিল। এই মিটিংয়ে পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তবে কীভাবে আরও উন্নত করা যায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন-মোহাম্মদপুর এলাকা খুবই ঝামেলাপূর্ণ ছিল। এখন আগের চেয়ে অনেক শান্ত রয়েছে।’
Views: 1
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন