বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

অপো কালারওএসহ্যাক ২০২৩ এর চ্যাম্পিয়ন মালয়েশিয়ার ‘এন্ডটুএন্ড’ টিম

মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩

প্রিন্ট করুন
Untitled design (7)

কুয়ালালামপুর, মালয়েশিয়া: অপো কালারওএসহ্যাক ২০২৩ এর শীর্ষ তিন জয়ী টিমের নাম ঘোষণা করেছে স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি ‘অপো’। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জয়ী টিমগুলোর নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে মালয়েশিয়ার টিম ‘এন্ডটুএন্ড’। পুরো পৃথিবী হতে দশটিটি দল এ চূড়ান্ত পর্বে অংশ নেয়।

অপো সফটওয়্যার ইনোভেশন সেন্টারে জেনারেল ম্যানেজার নিকোল ঝ্যাং বলেন,  ‘এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য গ্লোবাল ডেভেলপারদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এখন পর্যন্ত ব্যবহারকারীদের কাছে যে সব বুদ্ধিবৃত্তিক পণ্য ও অভিজ্ঞতা এনেছি, তা একটি সূচনা বিন্দু মাত্র। আমরা এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি- পৃথিবীজুড়ে গ্লোবাল ডেভেলপারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। যাতে এমন সেবা তৈরি করা যায়, যা ব্যবহারকারীদের আরো গভীরভাবে বুঝতে পারে ও তাদের প্রয়োজনাযায়ী আরো বুদ্ধিমত্তার সাথে সাড়া দিতে পারে।’

প্যান্টানাল ডেভেলপার সার্ভিসের মাধ্যমে উন্নয়ন ও উন্নত দক্ষতার উদ্ভাবন: ২০২১ থেকে অপো প্রতি বছর কালারওএস প্রতিযোগিতার আয়োজন করছে। চলতি বছরের প্রতিযোগিতার থিম ছিল ‘প্যান্টানাল সার্ভিস: এমপাওয়ারিং লাইভ্‌স উইথ ইন্টেলিজেন্স’। এবারের প্রতিযোগিতাটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর গুরুত্ব দিয়ে তিনটি মূল বিষয়ের উপর নির্ভর করে অনুষ্ঠিত হয়েছে ‘দৈনন্দিন জীবন, পরিবহন ও বিনোদন।’

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজারের জন্য একটি নব সার্ভিস ফরম্যাট গবেষণায় সহায়তা চালিয়ে যেতে, অংশগ্রহণকারীদের প্যান্টানাল প্ল্যাটফর্মের মাধ্যমে দক্ষ হতে উৎসাহিত করা হয়েছে। যাতে এর মাধ্যমে তারা তিনটি পরিস্থিতির মধ্যে একটির জন্য স্মার্ট সার্ভিস তৈরি করতে পারে ও পরিস্থিতি কল্পনা করার মাধ্যমে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন ফর্মের ডিজাইন তৈরি করতে পারে। এ বছরের জুলাইয়ে প্রতিযোগিতাটি চালুর পর থেকে, পুরো প্রতিযোগিতাটি ১৫০ দিনের বেশি স্থায়ী হয়েছিল। পৃথিবীর ৫০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ২০০টিরও বেশি টিম প্রতিযোগিতায় অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছে। কালারওএস ১৪তে প্রথম বারের মত অ্যাকোয়া ডায়নামিক্সসহ নানা প্যান্টানাল প্ল্যাটফর্মের সক্ষমতা ব্যবহার করা হয়েছে।

বৈশ্বিক উদ্ভাবনের ক্রমবর্ধমান শক্তি একটি সামঞ্জস্যপূর্ণ ইকোসিস্টেম বৃদ্ধিতে অবদান রাখে: তিনটি মূল বিষয়ের উপর নির্ভর করে অনুষ্ঠিত হয়েছে এবারের ‘অপো কালারওএসহ্যাক ২০২৩’ এবং এ প্রতিযোগিতায় নতুন আপগ্রেড করা ডেভেলপার সার্ভিসগুলোর মধ্য থেকে একটি ডেভেলপার স্যুট উন্মুক্ত করে দেয়া হয়েছে। প্রতিযোগিতার পুরো প্রক্রিয়ায় চমৎকার বহু প্রকল্প নিয়ে কাজ করেছে অংশগ্রহণকারী টিমগুলো, যার মধ্যে দশটি টিমকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। টিমগুলো নেভিগেশন, পেমেন্ট, সামাজিক মিথস্ক্রিয়া, অধ্যয়ন ও স্বাস্থ্যসহ অন্য ব্যাপার নিয়ে তাদের প্রস্তাবনা প্রকল্প জমা দেয়।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন