রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

অবতরণের সময় ভেঙে যায় হেলিকপ্টার, বেঁচে নেই কেউ

সোমবার, নভেম্বর ১০, ২০২৫

প্রিন্ট করুন

রাশিয়ার দক্ষিণ দাগেস্তানে একটি সামরিক হেলিকপ্টার অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে, এতে অন্তত চারজন নিহত হয়েছেন। শুক্রবারের ওই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। জানা গেছে, হেলিকপ্টারে থাকা ব্যক্তিরা রুশ সামরিক কারখানায় কাজ করতেন।

হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, কেএ-২২৬ হেলিকপ্টারটি কাস্পিয়ান সাগরের পাশে এক সৈকতে অবতরণের চেষ্টা চালান। এ সময় এর লেজ মাটিতে আঘাত করে। ফলে লেজের রটারটি ভেঙে যায়। এসময় পাইলট হেলিকপ্টারটি আবার উঁচুতে তুলতে চেষ্টা করেন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটি নিয়ন্ত্রণহীনভাবে ঘুরতে ঘুরতে আচি-সু গ্রাম সংলগ্ন একটি আবাসিক ভবনের ওপর ভেঙে পড়ে। এতে বিমানে থাকা চারজনই মারা যান। এবং ভবনের দুজন আহত হন।

স্থানীয় গণমাধ্যমের জানিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন আচালো মাগোমেদভ, যিনি কিজলিয়ার ইলেক্ট্রোমেকানিক্যাল প্ল্যান্টের নির্মাণ ও পরিবহন সহায়তা বিষয়ক উপ-মহাপরিচালক। বাকি তিনজনও সামরিক কারখানায় কাজ করতেন। তারা মূলত রুশ সামরিক বাহিনীতে ব্যবহৃত বিমান যন্ত্রাংশ তৈরি করতেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন