শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শিরোনাম

অবহেলায় রোগীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

শুক্রবার, জুলাই ৪, ২০২৫

প্রিন্ট করুন

রাজধানী উত্তরার হাই কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় জালাল উদ্দিন সরকার (৫৪) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা মৃতের ভাতিজা।

মামলার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ওসি মো. আবদুর রহিম মোল্লা বলেন, এতে প্রধান আসামি করা হয়েছে চিকিৎসক ডা. হুজায়ফা আহম্মেদকে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুন উত্তরার ওই হাসপাতালের নিউরো সার্জন বিশেষজ্ঞ ডা. হুজায়ফা আহম্মেদের তত্ত্বাবধানে বাদীর চাচা জালাল উদ্দিন সরকারের কোমড়ের হাড়ের অপারেশন করা হয়। অপারেশনের দুদিন পর গত ২৬ জুন জালাল উদ্দিনের ঘুম না হওয়ায় বিষয়টি চিকিৎসককে জানানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘুমের ইনজেকশন পুশ করে। পরবর্তী তিন থেকে চারদিনেও রোগীর ঘুম না ভাঙায় বিষয়টি চিকিৎসককে জানান স্বজনরা।

গত ৩০ জুন জালাল উদ্দিনের অবস্থা সংকটাপন্ন হলে তাকে হাই কেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এ সময় স্বজনরা রোগীর শরীর নীল ও ঠাণ্ডা হওয়ায় বিষয়টি কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। তবে রোগীর সমস্যা নেই বলে স্বজনদের আশ্বস্ত করা হয়। গত ২ জুলাই সন্ধ্যা ৬টার দিকে রোগী জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

মামলায় দাবি করা হয়, সঠিক চিকিৎসা না করে অবৈধভাবে লাভবান হওয়ায় আশায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ভর্তি করে রাখেন। সঠিক চিকিৎসার অভাবে রোগীর মৃত্যু হয়।

ওসি মো. আবদুর রহিম মোল্লা বলেন, ‘এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। লাশ সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন