বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

অবৈধ ভারতীয়দের ফের ‘হাত-পা বেঁধে’ ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র?

রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২৫

প্রিন্ট করুন

ডেস্ক নিউজ: দ্বিতীয় দফায় অবৈধ আরও শতাধিক ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অমৃতসারে পৌঁছান তারা। তাদের মধ্যেই একজন দলজিৎ সিং। রোববার (১৬ ফেব্রুয়ারি) তিনি দাবি করেছেন, যাত্রার সময় তাদের হাতকড়া ও পায়ে শিকল পরানো হয়েছিল। সংবাদ ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের।

দলজিৎ সিং হোশিয়ারপুরে সাংবাদিকদের বলেন, ‘আমাদের পা শিকলে ও হাতও বাঁধা (হাতকড়া পরানো) ছিল।’

পাঞ্জাবের হোশিয়ারপুর জেলার কুরালা কালান গ্রামের বাসিন্দা দলজিৎ সিং, শনিবার রাতে অমৃতসর বিমানবন্দরে অবতরণকারী একটি মার্কিন বিমানে ফেরত আসা ১১৬ অবৈধ ভারতীয় অভিবাসীর মধ্যে ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অভিবাসীদের ব্যবহৃত অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ‘ডানকি রুট’ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।’

শনিবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে অবতরণ করা সি-১৭ বিমানে ছিল অবৈধ ভারতীয়দের দ্বিতীয় ব্যাচ, যাদের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড়ের অংশ হিসেবে নির্বাসিত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

অভিবাসন ও ব্যাকগ্রাউন্ড চেক করার পর পাঞ্জাবের নির্বাসিতদের রোববার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের গাড়িতে করে তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

হরিয়ানা সরকারও তাদের রাজ্যের বাসিন্দাদের (যুক্তরাষ্ট্র ফেরত) জন্য পরিবহনের ব্যবস্থা করে।

অবৈধ অভিবাসীদের প্রথম ব্যাচের অনেকেই, যারা গত ৫ ফেব্রুয়ারি পৌঁছান, বেশিরভাগই ছিল পাঞ্জাবের। তারা জানিয়েছিলেন, উন্নত জীবনের জন্যই যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে চেয়েছিলেন। কিন্তু এজেন্টরা তাদের সঙ্গে ‘প্রতারণা’ করেছে।

দ্বিতীয় দফায় যাদের ফেরত পাঠানো হয়েছে, তার মধ্যে ৬৫ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, আটজন গুজরাটের এবং উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থান থেকে রয়েছে দু’জন করে এবং একজন করে আছেন হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীর থেকে। গণমাধ্যমের প্রতিবেদন মতে, ফেরত আসা অধিকাংশের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।  

এদিকে, রোববার আরও ১৫৭ জন অবৈধ অভিবাসীকে বহনকারী তৃতীয় বিমানটি অমৃতসার বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন