শুক্রবার, ০৯ মে ২০২৫

শিরোনাম

‘অভিনয়’ করে ধরা নেইমার, লাল কার্ড দিয়ে মাঠ ছাড়া করলো রেফারি

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: খেলার মাঠে ফাউলের শিকার হয়ে যতটা না ব্যাথা পান, তার চেয়ে বেশি করেন অভিনয়। এই নিয়ে ক্রীড়াঙ্গনজুড়ে রয়েছে নানা সমালোচনা। মাঠে অভিনয়ের চেয়ে খেলায় মনোযোগ দিতে বারবার পরামর্শ দিয়েছেন নিজ দলেরই সাবেকরা। তবুও কিছুতেই যেন শোধরাচ্ছেন না নেইমার। তাই তো এবার অভিনয়ে ধরা পরে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে স্ট্রাসবার্গের বিপক্ষে পিএসজির খেলা চলাকালে এমন ঘটনা ঘটে।

বিশ্বকাপ বিরতির পর ফের শুরু হয়েছে লিগ ওয়ান। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে পিএসজি জয় পেয়েছে ২-১ গোলে। লিওনেল মেসি না থাকলেও খেলেছেন ব্রাজিলীয় তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ১৪তম মিনিটে নেইমারের করা ফ্রি কিক থেকে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে হেডে গোল করে পিএসজিকে এগিয়ে নিয়েছিলেন মার্কুনিস। লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে সেই মার্কুনিসের আত্মঘাতী গোলে সমতা ফেরে স্ট্রার্সবার্গ।

ম্যাচের ৬১তম মিনিটে পেছনে থাকা স্ট্রাসবুর্গের মিডফিল্ডার আদ্রিয়ান থমাসনকে মুখে আঘাত করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এর পরের মিনিটেই স্ট্রাসবুর্গের ডি বক্সের মধ্যে ডাইভ দিলে রেফারি নেইমারকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। নেইমারের ডাইভ রেফারির কাছে অভিনয় মনে হয়েছে। ফলে ৬২ মিনিটেই দশজনের দলে পরিণত হয় পিএসজি। যদিও পরে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজির ২-১ গোলের জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন