চট্টগ্রাম: করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত বিধি-নিষেধ নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর ও বন্দর সংশ্লিষ্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর পৌনে একটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় চট্টগ্রাম বন্দর এবং তৎসংলগ্ন এলাকায় যানবাহন চলাচল ও মানুষের চলাচলের উপর সরকার ঘোষিত বিধিনিষেধ মান্য করা হচ্ছে কিনা; তা তদারকি করা হয়। সরকারি নিদের্শনা মেনে প্রয়োজন ছাড়া বাইরের অযথা ঘোরাঘুরি না করতে নিদের্শনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
অভিযানে মাস্ক ছাড়া এবং অযথা ঘুরাফেরা করার কোন সদুত্তর দিতে না পারায় তিনজনকে ৯০০ টাকা জরিমানা করা হয়।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন