সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

অর্জুন কাপুর আহত

শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

প্রিন্ট করুন

বিনোদন ডেস্ক: বলিউডে একের পর এক ঘটছে অঘটন। সাইফ আলি খানের পর এবার আহত অভিনেতা অর্জুন কাপুর। সিনেমার শুটিং করার সময় এ দুর্ঘটনার শিকার হন অভিনেতা। সংবাদ টাইমস অব ইন্ডিয়ার।

শনিবার (১৮ জানুয়ারি) মুম্বাইয়ের ইম্পেরিয়াল প্যালাসে শুটিং করার সময় ছাদের অংশ ভেঙে শরীরে পড়লে আহত হন অর্জুন। নতুন সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা প্রসঙ্গে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-র অশোক দুবে সংবাদ মাধ্যমকে বলেন, ‘যে বাড়িতে শুটিং হচ্ছিল, সেটি বেশ পুরনো। বেশ কিছু দিন টানা শুটিং হওয়ায় শব্দের কম্পনে মনে হয় বাড়িটি নড়বড়ে হয়ে পড়ে। আর এতেই ঘটে বিপত্তি।’

জানা যায়, শুধু অর্জুনই নন, নায়কের সঙ্গে থাকা অনেকেই এ দুর্ঘটনায় আহত হন। যেমন সিনেমাটির পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহক, সহ চিত্রগ্রাহক ও কলাকুশলীরা। তবে কারোরই চোট গুরুতর নয় বলে জানিয়েছেন অশোক দুবে।

এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সিনেমাটির গানের নৃত্যপরিচালক বিজয় গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা গানের শুটিং করছিলাম। এমন সময় ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ভাগ্য ভালো যে, পুরো ছাদ ভেঙে পড়েনি। পুরো ছাদ ভেঙে পড়লে সবারই আঘাত গুরুতর হত।’

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন