অ্যারিজোনা, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট কে হচ্ছেন তা পূর্বেই জানা গিয়েছিল। তবে, দোদুল্যমান রাজ্য অ্যারিজোনাতে ভোটের ফলাফল বাকি ছিল। অবশেষে চা রদিন ধরে ভোট গণনার পর এই রাজ্যের ফলেও ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে এবারের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান এই প্রার্থী সাতটি দোদুল্যমান রাজ্যেই জয় পেলেন। সংবাদ বিবিসির।
শনিবার (৯ নভেম্বর) রাতে অ্যারিজোনা রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এই রাজ্যে ১১টি ইলেক্টোরাল ভোট পাওয়ার মাধ্যমে ট্রাম্প মোট ৩১২ ইলেক্টোরাল ভোট জিতে নেন। অন্য দিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২২৬টি।
অ্যারিজোনায়র জয়ের মাধ্যমে রিপাবলিকানরা তাদের হারানো এ রাজ্য ফিরে পেল। এর পূর্বে, ২০২০ সালে এ রাজ্য জিতেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, ২০১৬ সালে এ রাজ্যে জিতেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। অ্যারিজোনার ফলের পূর্বেই ট্রাম্প ৩০১টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেন। এ ছাড়া ট্রাম্পের রিপাবলিকান দল এরই মধ্যে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবে, নিম্নকক্ষ হাউজে কোন দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
এ দিকে, আগামী বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউজে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নতুন নির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করবেন।
শনিবার (৯ নভেম্বর) হোয়াইট হাউজ বিবৃতিতে বলেছে, ‘বাইডেন ও ট্রাম্প আগামী বুধবার সকাল ১১টায় ওভাল অফিসে সাক্ষাৎ করবেন।
বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মন্ত্রিপরিষদ গঠনে সম্ভাব্য তালিকা নিয়েও চলছে বিচার-বিশ্লেষণ।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ও বিশ্লেষকরা বলছেন, ‘ট্রাম্পের টিম এরই মধ্যে কাগজপত্রহীন অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পরিকল্পনা শুরু করেছে। সেইসাথে অর্থনীতি চাঙ্গা ও মূল্যস্ফীতি রোধেও কাজ চলছে।’
সিএন/আলী
Views: 6
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন