সিএন প্রতিবেদন: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কম্পিউটার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার ও সোমবার (৯ ও ১০ এপ্রিল) চট্টগ্রাম শহরস্থ রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. শামীমুল হক চৌধুরী, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি তানভীর আহসান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দাওয়া’হ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাফি উদ্দিন।
বক্তারা এ ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন, আইআইইউসি শিক্ষার্থীদের গুনগত একাডেমিক শিক্ষা প্রদানের পাশাপাশি মানবিক ও নৈতিক শিক্ষা প্রদান করে থাকে। যা একটি শিক্ষিত ও মানবিক জাতি গঠনের মূল সহায়ক।
দুইদিন ব্যাপী ইফতার মাহফিল ও মত বিনিময় সভার প্রথম দিন আইআইইউসি কম্পিউটার ক্লাব (মেইল) সদস্যরা ও দ্বিতীয় দিন আইআইইউসি কম্পিউটার ক্লাব (ফিমেল) সদস্যরা অংশগ্রহণ করে। ইফতার মাহফিল ও মত বিনিময় সভার সভাপতিত্ব করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মো. খোরশেদ আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের প্রভাষক মো. জিয়াউর রহমান, সানজিদা শারমিন, সহকারী প্রভাষক সাবরিনা জাহান মাইশাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন