শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের রিট শুনানি আজ

বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিবন্ধন নিবন্ধন বাতিল বিষয় করা রিটের শুনানি আজ অনুষ্ঠিত হবে৷ রিটে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা, পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনাসহ বিভিন্ন বিষয়ে আর্জি জানিয়ে রিটটি করা হয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজিব।

গত মঙ্গলবার (২০ আগস্ট) হাইকোর্টের বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে ওইদিন রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রেদওয়ান আহমেদ রানজিব।

গত সোমবার (১৯ আগস্ট) মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া এ রিট করেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন