চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির চাক্তাই ফুলতলা এলাকায় বসতঘর, কারখানা, গুদামঘর ভাংচুর ও উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ব্যবসায়ী পরিবার। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পড়ে শোনান মেসার্স সমতা হার্ডওয়্যার ষ্টোরের মালিক স্বপন কুমার দে (৬৮)। যিনি সিটির বাকলিয়া থানাধীন চাক্তাই ফুলতলা এলাকার মৃত শ্যামাপদ দের ছেলে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ৩০ জুন আওয়ামী লীগ নেতা বাহাদুর ও তার সন্ত্রাসী বাহিনী ভয়-ভীতি দেখিয়ে বসতঘর, কারখানা ও গুদাম ভাংচুর করে তাদের নিঃস্ব করেছেন।
স্বপন কুমার দে বলেন, ‘এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, পুলিশ কমিশনার ও কেতোয়ালী থানার ওসিসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রতিকার চেয়েছি। এরপরেও এসব দখলদারদর হাত থেকে আমাদের বাড়ী-ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠান নিরাপদ নয়। বরং প্রতিপক্ষের লোকজন উল্টো আমাদের হুমকি দিয়ে আসছেন। বতর্মানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ অবস্থায় লুটপাট হয়ে যাওয়া পাঁচ লাখ টাকার বিভিন্ন মালামাল ফেরত পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।
অভিযুক্ত ফয়েজ উল্লাহ চৌধুরী প্রকাশ বাহাদুরের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব বিষয় আমি কিছু জানি না। আমি এসব কিছুতে জড়িত নই। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
অভিযোগকারী জানান, ঘটনার সংশ্লিষ্ট বিষয়ে চট্টগ্রাম চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ফয়েজ উল্লাহ চৌধুরী প্রকাশ বাহাদুরসহ পাঁচ জনের বিরুদ্ধে গুদামঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করা হয়। যা তদন্ত করছে কোতোয়ালী থানা পুলিশ।
সংবাদ সম্মেলনে স্বপন দের স্ত্রী রূপালী দে, মো. মুন্না, সাজিব দত্ত, জাকের মাঝি উপস্থিত ছিলেন।
প্রেস বার্তা
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন