শুক্রবার, ০৯ মে ২০২৫

শিরোনাম

আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’

শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩

প্রিন্ট করুন
Untitled design (3)

আটলান্টিক সিটি, নিউ জার্সী, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রব্যাপী এখন উৎসবের আমেজ, চার দিকে সাজ সাজ রব। বাড়ি-ঘর, রাস্তাঘাট, শপিং মল, পার্ক সেজেছে নয়া সাজে, বাহারি সাজসজ্জা আর আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। তার ঢেউ এসে লেগেছে নিউ জার্সি রাজ্যের সৈকত শহর আটলান্টিক সিটিতেও, পুরো বিশ্বে যে শহরটি ‘ক্যাসিনো শহর’ হিসাবে পরিচিত।

আটলান্টিক সিটিতে গেল ২ ডিসেম্বর হয়ে গেল ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’। দুপুর বারোটায় প্যারেডের গ্র্যান্ড মার্শাল অভিনেতা ও কমেডিয়ান কেলসে গ্রামারের নেতৃত্বে আটলান্টিক সিটির পপ লয়েড স্টেডিয়াম থেকে এই প্যারেড শুরু হয় ও সেন্টার সিটি পার্কে গিয়ে শেষ হয়।

প্যারেডে আটলান্টিক সিটির পুলিশ বিভাগ, ইউএস কোস্ট গার্ড, অগ্নি নির্বাপন বিভাগ, আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরি, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, লা কাসা ডমিনিকাসহ নানা সংগঠন অংশ নেয়।

হলিডে প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নেচে গেয়ে, শারীরিক কসরত দেখিয়ে সকলকে মাতিয়ে রাখে।

উৎসুক জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনির মাধ্যেমে প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় ও অভিনন্দিত করে।

প্যারেডে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটির পাবলিক স্কুলগুলোর সুপারিনটেনডেনট লা কোয়েটা স্মল, আটলানটিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস, সিটি কতৃর্পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ নানা সংগঠনের কর্তারা উপস্থিত ছিলেন।

আটলান্টিক সিটিতে ‘শীতকালীন ওয়ান্ডারল্যান্ড হলিডে প্যারেড’ বেশ সাড়া ফেলেছিল। আটলান্টিক সিটির অধিবাসীদের উৎসবের আমেজে তা নতুন মাত্রা যোগ করেছিল।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন