শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শিরোনাম

আটলান্টিক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি–আমেরিকান, ইতিহাস গড়লেন সোহেল আহমদ

বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫

প্রিন্ট করুন

সুব্রত চৌধুরী: নিউজার্সির আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল অ্যাট–লার্জ পদে জয়লাভ করেছেন সোহেল আহমদ। এই পদে নির্বাচিত হয়ে তিনি প্রথম বাংলাদেশি–আমেরিকান হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে টিম স্মল’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সোহেল আহমদ। নির্বাচনে বিজয়ের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সন্তান সোহেল আহমদ প্রয়াত অধ্যক্ষ এম এ গনির পুত্র। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় এই প্রবাসী নেতা দীর্ঘদিন ধরে কমিউনিটির উন্নয়নমূলক কাজে যুক্ত।

নির্বাচনী প্রচারণায় তিনি শহরের পরিচ্ছন্নতা, নিরাপত্তা, কর হ্রাস, অবকাঠামোগত উন্নয়ন ও নতুন নেতৃত্ব গঠনের প্রতিশ্রুতি দেন।

জয়ের পর সোহেল আহমদ বলেন, “আটলান্টিক সিটির মানুষের আস্থা ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এই শহরের উন্নয়ন ও ঐক্যের জন্য আমি কাজ করে যেতে চাই।”

এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বেঙ্গল ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার এই ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।


আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন