বৃহস্পতিবার, ০৭ আগষ্ট ২০২৫

শিরোনাম

আতশবাজি ফোটালে-হর্ন বাজালে জেল-জরিমানা

বুধবার, আগস্ট ৬, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: শব্দদূষণ নিয়ন্ত্রণে নতুন বিধিমালা করতে যাচ্ছে সরকার। এজন্য ২০০৬ সালের বিধিমালা সংশোধন করে ‘শব্দদূষণ বিধিমালা, ২০২৫’-এর খসড়া করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। খসড়া অনুযায়ী, যে কোনো ধরনের শব্দদূষণের শাস্তি বাড়ছে।

‘শব্দদূষণ বিধিমালা, ২০০৬’ অনুযায়ী, সর্বোচ্চ শাস্তি ছিল এক মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ড। খসড়া বিধিমালা অনুযায়ী, এ শাস্তি সর্বোচ্চ দুই বছরের জেল বা দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড।

খসড়া বিধিমালায় শব্দ উৎপাদনকারী আতশবাজি-পটকা ফোটানোর ওপর নিষেধাজ্ঞার বিষয়টি যুক্ত করা হয়েছে। কেউ আতশবাজি ফোটাতে পারবে না। বিশেষ প্রয়োজনে ফোটাতে হলে অনুমতি নিতে হবে।

একই সঙ্গে মাইক, লাউড স্পিকার, মিউজিক সিস্টেম ব্যবহারের ওপর বিধি-নিষেধ অন্তর্ভুক্ত হচ্ছে বিধিমালায়। রাত ৯টার পর উচ্চ শব্দে গান বাজানো কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।

এছাড়া যানবাহনের হর্ন আমদানি, বাজারজাতকরণ ও বাজানোর ওপর নিষেধাজ্ঞার বিধিও যুক্ত হচ্ছে নতুন বিধিমালায়। বিভিন্ন যানবাহন হর্ন কত জোরে বাজাতে পারবে, সেই গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

২০০৬ সালের বিধিমালায় কিছু বিষয় স্পষ্ট করা নেই। নতুন বিধিমালায় সেগুলো স্পষ্ট করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন