শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

শিরোনাম

আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনের কুড়িবছর পূর্তি

বুধবার, অক্টোবর ১৩, ২০২১

প্রিন্ট করুন
245309231 10221905171551176 3420060142213531148 n 1

চলমান ডেস্ক: নর্থ আমেরিকার আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনের কুড়িবছর পূর্তি উপলক্ষে ভাওয়াইয়া উৎসবে পরিবেশিত হয়েছে মাটি ও মানুষের প্রাণের অসংখ্যা ভাওয়াইয়া গান। গত ১০ই অক্টোবর কুইন্স প্যালেস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভাওয়াইয়া উৎসব ও পথমেলার উদ্বোধন করেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়াস আহমেদ।

এবিএম সালেহ উদ্দীন ও আবুতালেব চৌধুরী চান্দুর উপস্থাপনায় সম্মেলনের আহ্বায়ক কাজী শাখাওয়াত হোসেন আজমের সভাপতিত্বে ভাওয়াইয়া উৎসবে বক্তব্য রাখেন চেয়ারম্যান ডাঃ হামিদুজ্জামান, অ্যাটর্নী মঈন চৌধুরী, উপদেষ্টা শাহ নেওয়াজ, স্বাগতিক সংগঠণ প্রধান খতিব সরকার, ভাওয়াইয়া ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার প্রেসিডেন্ট নুরুল আমিন ডলার, কণ্ঠশিল্পী শাহ্ মাহবুব।

উৎসবে ভাওয়াইয়ার একাল সেকাল নিয়ে বক্তব্য দেন কবি সালেম সুলেরী, সাংবাদিক শামসাদ হুসাম চৌধুরী ও লেখক ম. আনোয়ার খন্দকার। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শামস আল মমিন, এমএ সাদেক, রওশন হাসান, মনিজা রহমান, কাজী আতিক, শামস্ চৌধুরী, শাহীন ইবনে দিলওয়ার।

এবারের উৎসবের মূল থিম ছিল “ভাওয়াইয়া” উৎসব। এই পর্বে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, শাহ মাহবুব, রানু নেওয়াজ, চন্দ্রা রায়, মোহর খান। এছাড়াও লোক গান পরিবেশন করেন আব্দুল আলিমের কন্যা জোহরা আলীম, শাহরিন সুলতানা, করিম হাওলাদার, চন্দন চৌধুরী, লেমন চৌধুরী, ফরিদ রহমান, মামুন এনওয়াই, মোঃ ফখরুল ইসলাম, শামীম সিদ্দিকী, মোঃ ইমদাদুল হক, রওশন আরা নির্জন, কাজল, ফরহাদ আদনান, সুলতানা খানম, ডাঃ নার্গিস রহমান, তাসকিন বেলাল ও মনিকা দাশ। মধ্যরাত পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক এ ভাওয়াইয়া উৎসব উপভোগ করেন।

এ উৎসবের আয়োজকরা হলেন, মিজানুর রহমান মিল্টন, জসিম উদ্দিন ভূঁইয়া, ফিরোজ আহমেদ, ফাহাদ সোলায়মান, হাজী আবদুর রহমান, তোফায়েল আহমেদ চৌধুরী, মাকসুদুর রহমান চৌধুরী, মীর মশিউর রহমান, ডাঃ নার্গিস রহমান, মোহর খান, ইমদাদুল হক, আশরাফুজ্জামান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ ও সদস্য সচিব নূর ইসলাম বর্ষন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন