সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার আপার ডার্বি টাউনশিপে আসন্ন নির্বাচনে অংশ নেওয়া তিন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি স্থানীয় ঢাকা ক্লাব পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রবাসীদের এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাঈদুজ্জামান ড্যানি (টাউনশিপ ট্রেজারার), মোহাম্মদ আরিফ হোসেন (স্কুল বোর্ড ডিস্ট্রিক্ট) এবং সায়মা দিশা (৭ম ডিস্ট্রিক্ট কাউন্সিলর)।
দুই পর্বের এ অনুষ্ঠান পরিচালনা করেন সাইকুল ইসলাম ও প্রাক্তন কাউন্সিলর শেখ সিদ্দিক। বক্তারা বলেন, “দল-মত নির্বিশেষে যোগ্য প্রার্থীদের বিজয়ের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির মর্যাদা আরও বৃদ্ধি পাবে।”
সভায় প্রার্থীরা তাঁদের বক্তব্যে ভোট ও সহযোগিতা কামনা করেন।
সাঈদুজ্জামান ড্যানি বলেন, “এই ঐক্য প্রমাণ করে, আপার ডার্বি টাউনশিপেও একদিন বাংলাদেশি নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন এবিএম আলতামাস বাবুল। শেষে পরিবেশিত হয় নৈশভোজ।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন