রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

শিরোনাম

আফগানিস্তানে অবরোধ তুলে নিতে ও আটক অর্থ ছাড়ে আমেরিকার প্রতি আহ্বান

বৃহস্পতিবার, জানুয়ারী ২৭, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, ‘তালেবানদের অবশ্যই নারী ও শিশুর মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে হবে। বুধবার (২৬ জানুয়ারি) তিনি এ কথা বলেন। একই সাথে আটকে রাখা সাহায্য ছাড় দেয়ার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন আফগান পরিবারগুলোকে খাবারের জন্য সন্তান বিক্রি করতে না হয়।

জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেন, ‘আফগানিস্তান একটি সুতোয় ঝুলে আছে। এর লাখ লাখ দরিদ্র নাগরিক অবনতিশীল মানবিক পরিস্থিতির মধ্যেই টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।’

তিনি তালেবানের প্রতি নারী ও শিশুর মৌলিক মানবাধিকার সমুন্নত ও স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাস ও আস্থা অর্জনের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

এ দিকে, তিনি নির্বিচারে নারী অ্যাক্টিভিস্টদের গ্রেফতার ও অপহরণের সাম্প্রতিক খবরে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমি তাদের মুক্তির জন্য জোর দাবি জানাচ্ছি।’

একই সাথে গুতেরেস আফগান জনগণের প্রতি সমর্থন জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান।

তিনি আরো বলেন, ‘আফগান জনগণের অর্ধেকেরও বেশি চরম খাদ্য সংকট পরিস্থিতি মোকাবেলা করছে। কিছু পরিবার অর্থের জন্য তাদের সন্তান বিক্রি করছে।

একে মানবিক বিপর্যয় উল্লেখ করে গুতেরেস একতরফা অবরোধ তুলে নিতে ও আটক অর্থ ছাড়ের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে। কিন্তু বিশ্বের কোন দেশ এখনো তাদের স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক মিশনের শর্তাবলী স্পষ্ট করার লক্ষ্যে বুধবার (২৬ জানুয়ারি) নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন