সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সমাপ্তি ৩১ আগস্ট : বাইডেন

শুক্রবার, জুলাই ৯, ২০২১

প্রিন্ট করুন
আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের সমাপ্তি ৩১ আগস্ট বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আফগানিস্তানে আমাদের সামরিক অভিযান ৩১ আগস্ট শেষ হবে।’ সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বক্তব্য দেওয়ার সময় জো বাইডেন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের অবসানের সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানিয়ে আবারও বলেন, ‘বর্তমান পরিস্থিতি কোনোভাবেই বিকল্প নয়।’

বিষয়টি ব্যাখ্যা করে বাইডেন বলেন, ২০ বছরেরও বেশি সময় ধরে এক লাখ কোটি ডলার ব্যয় করার পর এবং দিই হাজার ৪০০ মার্কিন সদস্যের মৃত্যুর পর, যুক্তরাষ্ট্রে আফগানিস্তান ভিত্তিক আল-কায়েদা সন্ত্রাসীদের হামলার পর দুই দশক আগে যে নীতি নির্ধারণ করা হয়েছিল, যুক্তরাষ্ট্র তা আর আঁকড়ে থাকতে পারে না।

বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র অগ্রাধিকার ভিত্তিতে বর্তমানে মহামারি মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে অর্থনৈতিকভাবে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শক্তি সঞ্চয় করছে এবং ‘জলবায়ু পরিবর্তনের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করতেও প্রস্তুতি নিচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘প্রতিপক্ষের কাছে দীর্ঘ মেয়াদে আমরা আর শক্তিশালী হয়ে উঠব যদি গত ২০ বছরের নয় বরং পরবর্তী ২০ বছরের যুদ্ধ করি আমরা।’

একদল সাংবাদিকের উপস্থিতিতে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণের আগে, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা দল বাইডেনন এবং ভাইস-প্রেসিডেন্ট কামলা হ্যারিসকে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করে। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আফগানিস্তান থেকে ৯০ শতাংশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করে। কর্মকর্তারা বলেন, আগস্টের শেষ নাগাদ পুরো প্রক্রিয়াটি শেষ হবে বলে আশা করা হচ্ছে। ন্যাটো বাহিনীও একই পথ অনুসরণ করছে এবং তাদের বেশির ভাগই আফগানিস্তান ত্যাগ করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন