শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

আবারও হালদায় ভেসে উঠলো ৩১তম মৃত ডলফিন!

সোমবার, অক্টোবর ৪, ২০২১

প্রিন্ট করুন
243211020 413337820134201 7893251719850012528 n 1

নিজস্ব প্রতিবেদক: দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ‘খুন’ হয়েছে ৩১তম ডলফিন। সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় হালদা নদীর রামদাস মুন্সিহাট এলাকা থেকে ডলফিনটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মাত্র তিনদিনের ব্যবধানে খুন হলো অতি বিপন্ন হিসেবে চিহ্নিত ৩১তম এই ডলফিন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) হালদা নদীর ডলফিনের এই প্রজাতিটিকে অতি বিপন্ন (লাল তালিকাভুক্ত) হিসেবে চিহ্নিত করেছে।

মৃত এই ডলফিনের দেহ পঁচে যাওয়ায় আঘাতের চিহ্ন শনাক্ত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে শ্বাসরোধ হয়ে মারা যায় ডলফিনটি। এর আগে গত ৩০ সেপ্টেম্বর আরও একটি ডলফিন নদীতে মৃত অবস্থায় ভেসে ওঠে।

এ প্রসঙ্গে হালদা নদী বিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, ডলফিনটির দেহ পচে যাওয়ায় কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করছি জেলেদের জালে আটকা পড়ে শ্বাসরোধ হয়ে মারা গেছে ডলফিনটি। মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।

এদিকে, এ পর্যন্ত যত ডলফিন মৃত অবস্থায় হালদা নদীতে ভেসে উঠেছিল প্রত্যেকবার ধারণা করা হয়েছিল নদীতে চলাচল করা বালুবাহী নৌযান বা ইঞ্জিনচালিত নৌকার প্রপেলারের (পানির নিচে থাকা ইঞ্জিনের সঙ্গে যুক্ত পাখা) আঘাতে ডলফিনগুলোর মৃত্যু হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদা নদী থেকে এটিসহ ৩১টি ডলফিনের মৃত্যু হয়েছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারণা, জেলেদের অবৈধ জালে আটকা পরলে ডলফিনটি শ্বাসরোধ হয়ে মারা যায়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৩০তম ডলফিনের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা মৃত ডলফিনটিকে হালদা নদীতে ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় ডলফিনটি উদ্ধার করে। ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে। 

এদিকে, সারা বিশ্বের বিভিন্ন নদীতে ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে হালদায় ছিল ১৭০টি ডলফিন। গত কয়েক বছরে আশংকাজনক হারে ডলফিনের মৃত্যু হয়েছে হালদায়। হালদা নদীতে যে ডলফিন দেখা যায় তা স্থানীয়ভাবে উতোম বা শুশুক নামে পরিচিত। মিঠাপানির স্তন্যপায়ী এই প্রাণী গেঞ্জেস বা গাঙ্গেয় ডলফিন। সাধারণত দূষণমুক্ত পরিষ্কার পানিতে এটি বিচরণ করে। 

সরকার ২০১০ সালে চট্টগ্রামের নাজিরহাট থেকে কালুরঘাট পর্যন্ত নদীর প্রায় ৪০ কিলোমিটার এলাকাকে জলজ প্রাণীর অভয়ারণ্য ঘোষণা করে। তবে রাউজান উপজেলার ছত্তার খালের মুখ থেকে হাটহাজারী উপজেলার মদুনাঘাট পর্যন্ত নদীর প্রায় ১০ কিলোমিটার এলাকা ডলফিনের মূল বিচরণক্ষেত্র। এবারের মৃত এ ডলফিন পাওয়া যায় রামদাস মুন্সিহাট এলাকায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন