শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

শিরোনাম

আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না: জামায়াত আমির

শনিবার, জানুয়ারী ৩১, ২০২৬

প্রিন্ট করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আদিপত্যবাদ মানবো না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিসভার সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এই সুযোগ চৌদ্দগ্রামবাসী কাজে লাগাবেন কিনা, সেটা চিন্তা করবেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এই বাংলাদেশটা যুবসমাজের হাতে তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে—যুবকদের সংগঠন আমাদের সঙ্গে আছে। এর আরও প্রমাণ হলো, আমরা যে মনোনয়ন দিয়েছি, তার ৬২ শতাংশই যুবক।

জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় গেলে সরকার গঠন করে শিশু থেকে বৃদ্ধ—সবার ন্যায়বিচার নিশ্চিত করবো। যারা এ দেশে বসবাস করে, এ দেশের নাগরিক না হলেও, তাদেরও ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায়বিচার আমরা নিশ্চিত করবো। কোনো দলই বিচারে হস্তক্ষেপ করতে পারবে না।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন