সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আমরা ৯৩ আমেরিকা ব্যাচের জমজমাট ইফতার

মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১

প্রিন্ট করুন
Amra 2

শিক্ষা জীবনের অন্যতম সহপার্ঠীদের নিয়ে গঠিত ‘আমরা ৯৩ আমেরিকা’র উদ্যোগে অনন্য ইফতারের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক সহপার্ঠিদের উপস্থিতিতে ইফতার পার্টি হয়ে ওঠে মিলনমেলায়। অতীতের স্মৃতি, গল্প আর আবেগঘন কৌশলাদি বিনিময়ে সহপার্ঠিরা হারিয়ে যান আপন ভুবনে। একজন আরেক জনের দিকে তাকিয়ে থাকে স্থির চিত্রে। শারিরিক পরিবর্তন, কর্মস্থল, সুযোগ সুবিধার কৌশল বিনিময় করতে থাকেন আকাগ্র চিত্তে।  
গত ২৪ এপ্রিল নিউইয়র্কের বাঙ্গালী অধ্যুষিত জ্যাকসন হাইটসসের কাবাব কিংয়ে ইফতারের আয়োজন ছিল ‘আমরা  ৯৩ আমেরিকা’ ব্যানারে এসএসসি ৯৩ ব্যাচের সদস্যদের।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন  ৯৩ ব্যাচের এডমিন রাশিদুল হাসান রাসেল। বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এন টিভির সাবেক এক জননন্দিত প্রডিউসার  ৯৩ ব্যাচের সদস্য শাহ মাইনুল মুন এর সঞ্চালনায় কোরআন তিলাওয়াত করেন বন্ধু গোলাম মাওলা ও জসিম উদ্দিন। এরপর হামদ ও নাত পরিবেশন করেন গ্রুপের মডারেটর  মোহাম্মদ মহিউদ্দিন। এরপর একে একে চলতে থাকে উপস্থিত সকল বন্ধুদের আবেগ ও ভালবাসা মিশ্রিত শুভেচ্ছা বক্তব্য।

অনুষ্ঠানে সকল বন্ধুই তাদের বক্তব্যে এডমিন রাশিদুল হাসান রাসেলকে  ধন্যবাদ জ্ঞাপন করেন, আমেরিকার বুকে আমরা ৯৩ আমেরিকা নামক একটি শক্তিশালী প্লাটফর্ম গড়ে তোলার জন্য। অনুষ্ঠানের সভাপতি এডমিন বন্ধু রাশিদুল হাসান রাসেলের অত্যন্ত চমৎকার ও আকর্ষনীয় সমাপনী বক্তব্যের পর অনুষ্ঠিত হয় মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন গ্রুপের বন্ধু আলহাজ্ব আশিক মাহমুদ। এতে ৯৩’র সকল বন্ধু ও তাদের পরিবারের জন্য দোয়া করা হয়। দোয়া করা হয় বিশ্বের সকল মানুষের সুস্থ, সুন্দর, নিরাপদ ও রোগমুক্ত জীবনযাত্রার জন্য। ইফতারের পরেই শুরু হয় বন্ধুদের ফটোসেশন ।এতে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। অনুষ্ঠানে শত-শত বন্ধুদের সার্বিক, সাবলীল, উচ্ছ্বসিত ও প্রাণোচ্ছ্বল উপস্থিতি অনুষ্ঠানকে শতভাগ সার্থক ও সফল করে তোলে।
এ ছাড়া আগামী ১ আগষ্ট ৯৩ গ্রুপের  প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী।  লং আইসল্যান্ডের হ্যাকশেয়ার স্টেট পার্কে অনুষ্ঠিত হবে পুনর্মিলনী অনুষ্ঠান।  পুনর্মিলনীতে অংশ গ্রহণ এবং যারা  ‘আমরা  ৯৩ আমেরিকা’ এর সদস্য হননি তাদেরকে সহসা সদস্য হওয়ার জন্য  ৯৩ ব্যাচের সকল সদস্যরা আহবান জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন