শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

আমিরাত ভ্রমণকারীর তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ

শুক্রবার, এপ্রিল ৮, ২০২২

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: যুক্তরাজ্য ও ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ভ্রমণের তালিকায় শীর্ষ তিনে রয়েছে বাংলাদেশ।

দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, এ তালিকায় চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তান, জার্মানি ও সৌদি আরব থেকে আসা পর্যটকরা। এ ছাড়া, আরব আমিরাতের রাজধানী দুবাইতে আগত ব্যবসায়ী ভ্রমণকারীরা প্রধানত বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে ভ্রমণ করেন বলেও উল্লেখ করা হয়েছে। তালিকায় এরপরই রয়েছে সৌদি আরব ও যুক্তরাজ্য।

ট্রাভেল টেকনোলজি কোম্পানি ট্রাভেলপোর্টের মতে, ভ্রমণ শিল্পের সাথে জড়িত দেশগুলোর মধ্যে করোনা ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি কাটিয়ে উঠতে পেরেছে ইউএই।

করোনা মহামারি শুরুর আগের তুলনায় বেড়েছে এমিরেটসের যাত্রী সংখ্যাও। ইতিমধ্যেই দেশটির মোট জনসংখ্যার ৯৮ দশমিক ৪৯ শতাংশেরও বেশি সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত হওয়ায় ভ্রমণকারীরাও আরব আমিরাতে যাচ্ছেন করোনার আশঙ্কা ছাড়াই।

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণকারীদের বেশিরভাগই দুবাইতে ভ্রমণ করছেন।

ট্র্যাভেলপোর্টের মতে, করোনার প্রভাব থেকে মুক্ত হওয়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে দুবাইয়ের অবস্থান দ্বিতীয় ও বিশ্বব্যাপী পঞ্চম।

দুবাইয়ের আগে তালিকায় রয়েছে ডোমিনিকান রিপাবলিক, জ্যামাইকা, মেক্সিকো ও সৌদি আরবের রিয়াদ।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন