সিএনজি ও হিউম্যান হলারের ড্রাইভার ও হেলপারদের মধ্যে মঙ্গলবার (৬ জুলাই) রাতে শুকনো খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘নিশ্বাসের বন্ধু।’
করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে বিভিন্ন মানব সেবামূলক কাজ করে আসছে ‘নিশ্বাসের বন্ধু।’ তারই ধারাবাহিকতায় বর্তমান বিধি-নিষেধের মধ্যে আমেরিকান প্রবাসী ডাক্তার সেজুতি চৌধুরীর অর্থায়নে ‘মায়ার বাঁধন’ নামে ইভেন্টের মাধ্যমে সিএনজি ও হিউম্যান হলারের ড্রাইভার ও হেলপারদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
টট্টগ্রাম সিটির চান্দগাঁও অফিস কার্যালয়ে নিশ্বাসের বন্ধু’র আহ্বায়ক এম আবুল মনসুর রোমেলের সভাপতিত্বে ও সদস্য সচিব জামান চৌধুরী শিপলুর সঞ্চাললনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরাকান হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক এরশাদ উল্লা চৌধুরী মুন্না, যুগ্ন-আহ্বায়ক মো. নাছির, সদস্য মো. এরশাদ হোসেন, এনাম হোসেন, মো. মাঈনুল হোসেন চৌধুরী, মো. জাহাঙ্গীর, মো. দিদার, মো. ইজাজ, মো. জাবেদ, মো. মনির, মো. আরমান, মো শাকিব, মো. ওয়াহিদ, মো. হ্নদয়, মো. সাইফুল ৷
‘নিশ্বাসের বন্ধু’র ফেসবুক পেজে এবং হট লাইন নাম্বারে বিভিন্ন এলাকা থেকে নিম্নবিত্ত ও নিম্মমধ্যবিত্ত অসংখ্য পরিবারের কাছ থেকে খাদ্য সামগ্রীর জন্য মানবিক আবেদন আসছে ৷ তাদেরকে ডোর টু ডোর শুকনো খাবার পৌঁছে দিচ্ছে নিশ্বাসের বন্ধু’র সেচ্ছাসেবকরা ৷
প্রেস বার্তা
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন