সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

আমেরিকায় আলোচিত কৃষ্ণাঙ্গ হত্যা মামলায় তিন শেতাঙ্গ দোষী সাব্যস্ত

বৃহস্পতিবার, নভেম্বর ২৫, ২০২১

প্রিন্ট করুন
three us men 1

চলমান ডেস্ক: আমেরিকায় কৃষ্ণাঙ্গ আহমাউদ আরবেরিকে (২৫) হত্যায় অভিযুক্ত তিনজন শ্বেতাঙ্গ পুরুষকে একাধিক খুনসহ অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন আদালত। খবর সিএনএনের।

আদালতের জুরি বোর্ড নয়জন শ্বেতাঙ্গ নারী, দুইজন শ্বেতাঙ্গ পুরুষ ও একজন কৃষ্ণাঙ্গ পুরুষ ছিলেন। দুই দিন ধরে ১১ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর এ রায় দেয়া হয়। এতে সাক্ষ্য দিয়েছেন ২৩ জন। রায়ের পর আরবেরির বাবা-মা আদালতের বাইরে নাগরিক অধিকারের নেতাদের সঙ্গে হাজির হন। তারা প্রসিকিউশন ও সমর্থকদের প্রশংসা করেন। যারা তাদের ছেলের জন্য ন্যায়বিচারের লড়াইয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন।

ভয়েস অব আমেরিকার বলছে, ‘২০২০ সালের ফেব্রুয়ারিতে জর্জিয়া রাজ্যের ব্রাউন্সউইকে আহমুদ আরবেরি নামক এক কৃষ্ণাঙ্গ যুবককে ধাওয়া করে হত্যার জন্য ৬৫ বছর বয়সী গ্রেগরি ম্যাকমাইকেল, তার ছেলে ট্রাভিস ম্যাকমাইকেল ও প্রতিবেশী ৪২ বছর বয়সী উইলিয়াম রোডি ব্রায়ানকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

দীর্ঘকালীন বিচার-পর্বে জুরি, বিবাদী পক্ষ ও রাষ্ট্রীয় আইনজীবীদের পরস্পর-বিরোধী বক্তব্য শোনেন।

প্রধান অভিশংসক লিন্ডা দুনিকস্কী বলেন, ‘তারা আহমুদ আরবেরিকে তাদের ড্রাইভওয়েতে হামলার সিদ্ধান্ত নেন। কারণ, তিনি ছিলেন একজন কৃষ্ণাঙ্গ ও রাস্তায় দৌঁড়াচ্ছিলেন।’

তার  যুক্তি খণ্ডনে দুনিকস্কী আসামি পক্ষের বিশ্বাসযোগ্যতা ও যৌক্তিকতা বিষয়ে সন্দেহ প্রকাশ করেন যে, ২৫ বছর বয়সী আরবেরি তাদের জন্য কোন ঝুঁকির কারণ হতে পারেন।

তিনি জানান, ‘তাদের জন্য তিনি হুমকিস্বরূপ হতে পারেন, সে জন্য তারা তাকে হত্যা করেনি। তার সঙ্গে ছিল না কোন অস্ত্র, ছিল না কোন হুমকি, সাহায্যের জন্য তার কাউকে ডাক দেওয়ার উপায়ও ছিল না। আরবেরি প্রায় পাঁচ মিনিটের মত ছুটে পালিয়েছিলেন।’

হত্যা ও প্রচণ্ড আক্রমণ ছাড়াও অপহরণের প্রচেষ্টা চালানো ও আরবেরিকে জাতিগতভাবে চিহ্নিত করার মত রাষ্ট্রীয় ঘৃণা অপরাধের জন্য জর্জিয়ার এ তিন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। আসামি পক্ষের হয়ে একমাত্র ছোট ম্যাকমাইকেল সাক্ষ্য দিতে আদালতে দাঁড়ান।

তিনি আদালতকে জানান, আত্মরক্ষার জন্য অত্যন্ত কাছে থেকে তিনি শটগান দিয়ে গুলি ছোড়েন।

চলমান নিউইয়র্ক/মোহাম্মদ আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন