বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

শিরোনাম

আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা আট লাখ ছাড়ালো

বুধবার, ডিসেম্বর ১৫, ২০২১

প্রিন্ট করুন
image 380689 1609742572 min

চলমান ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আট লাখ ছাড়িয়ে গেছে। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপির।

মৃতের এ সংখ্যা নর্থ ডাকোটা ও আলাস্কাসহ বিশ্বের অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি।

অতি কার্যকর টিকা দেয়া সত্বেও ২০২১ সালে প্রায় সাড়ে চার লাখ মানুষের মৃত্যু ঘটেছে। আর এ টিকা ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রথম অনুমোদন দেয়া হয় ও বসন্তকালে তা ব্যাপকভাবে পাওয়া যায়।

করোনা ভাইরাসে যাদের মৃত্যু ঘটেছে, তাদের বেশির ভাগই টিকা গ্রহণ করেননি।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আট লাখ মার্কিন নাগরিকের মৃত্যুর মর্মান্তিক মাইলফলক পালন করার সময় আমরা প্রত্যেক ব্যক্তিকে স্মরণ ও তাদের রেখে যাওয়া পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করি।’

সরকারি উপাত্ত অনুযায়ী, যারা দুই ডোজ টিকা নিয়েছেন তাদের তুলনায় যারা সম্পূর্ণ ডোজ টিকা গ্রহণ করেননি, তাদের মধ্যে করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি ছিল ১৪ গুণ বেশি। গত সেপ্টেম্বরে করা সর্বশেষ বিশ্লেষণ থেকে এমন ধারণা পাওয়া যায়।

সিএন/এমএ

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন