বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

আমেরিকায় ভ্রাম্যমান কোভিট ভেকসিন মোবাইল সেন্টার টিকা দিতে লাগবেনা আগাম অনুমতি

রবিবার, মে ২৩, ২০২১

প্রিন্ট করুন
Covid
Covid

আমেরিকায় কোভিটের টিকা দিতে ভ্রাম্যমান টিকা সেন্টার খোলা হয়েছে। নগরীর ব্যস্ততম এলাকায় কোভিটের টিকা দিতে লাগবেনা আগাম কোন অনুমতি। রাস্তার ধারে বিভিন্ন এলাকায় একাধিক ভ্রাম্যমান টিকা সেন্টার খোলা হয়েছে। বাসের ভেতর টিকা দেওয়ার সব ব্যবস্থা করেছেন নগর কর্তৃপক্ষ। পথচারীদের ডেকে ডেকে টিকা নেওয়ার আহবান জানাতে দেখা গেছে সংশ্লিষ্ট কর্মীদের।
যারা টিকা গ্রহণ করেননি তাদের টিকা গ্রহণে আগ্রহী করতে পুরস্কারও ঘোষনা করেছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। কয়েক মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষনায় রীতিমত আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে টিকা গ্রহণকারীদের মধ্যে। অনেকেই উৎসাহিত হয়ে টিকা গ্রহণ করতে দেখা গেছে।
নিউইয়র্ক নগরী সহ আমেরিকার বিভিন্ন অঙ্গ রাজ্যে আগাম অনুমতি ছাড়াই বিশেষ ব্যবস্থায় নির্মিত টিকা সেন্টার থেকে টিকা নেওয়া যাবে। তাছাড়া স্থানীয় ফার্মেসী, প্রাইমারি কেয়ার ডাক্তার অফিসেও টিকা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ব্রুকলিন ঘুরে দেখা গেছে, বিশাল আকৃতির দুটি বাসে ভ্রাম্যমান টিকা সেন্টার খোলা হয়েছে। সেখানে পথচারীদের ডেকে ডেকে টিকা নেওয়ার আহবান জানানো হচ্ছে।
একই সাথে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান ফ্রি কোভিট টেষ্ট সেন্টার খোলা হয়েছে। কোভিট পরীক্ষার পর ৪৮ ঘন্টার মধ্যে গ্রহকের কাছে টেষ্টের রির্পোটের ফলাফল পাঠানো হচ্ছে।
ব্রুকলিনে কোভিটের টিকা গ্রহণকারী আবদুর রহমান জানান, আমি অন্য একটি কাজে ম্যাকডোনাল্ড এভিনিউতে এসেছিলাম। এখানে এসে দেখি ভ্রাম্যমান কোভিট টিকা সেন্টার। এপোয়েন্টমেন্ট ছাড়াই টিকা গ্রহণ করলাম। পরবর্তী টিকা নেওয়ার তারিখও আমাকে দেয়া হয়েছে। কোন প্রকার ঝামেলা ছাড়াই টিকা নেওয়ায় রহমান খুবই আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন