রবিবার, ০৩ আগষ্ট ২০২৫

শিরোনাম

আর্থিক সাহায্য চেয়ে প্রধান উপদেষ্টার পেজ থেকে পোস্ট, সমালোচনার পর উধাও

মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে কিছুক্ষণ পর পেজ থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়। তবে কী কারণে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার দুইটার কিছু পর প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টটি লেখা ছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান, তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।

একই সময়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পোস্টটি শেয়ার করেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন