শেষ বিকেলের আলো।
পিছনে, কোন গাঁয়ে নিকষ কালো রাত;
জোনাকিরা স্বপন বুঁনে অস্তিত্বের লড়াইয়ে,
নির্জন রাস্তায় পথিকের অজানা পায়ের ছাপ
নীরবে বক্ষে ধারণ বড়ই কষ্টের!
দেয়ালে নেই ঘড়ি! সময়ের গতি চলে নিয়মে,
বুনন শিল্পী মাকড়শা কবিকে দেখায় স্বপ্ন!
না, কোন প্রমোদ জীবনের নয়,
একটি আশার কিংবা সফলতার অর্জনের গল্প।
কবির কলমে ওঠে ঝড়, বৃষ্টির মতো ঝরে শব্দমালা
মননে, গঠনে অঙ্কিত হয়
এক জীবনের ভালোবাসার পংতিমালা।
সকালের প্রথম আলো।
আশা-স্বপ্ন বেঁচে থাকুক
আগামী প্রজন্মের অন্তরে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন