নিউইয়র্কের জ্যাকসন হাইটসের শুক্রবারের সন্ধ্যাটা ছিল একটু অন্যরকম। সাধারণত মানুষ সাংস্কৃতিক আয়োজনে অংশ নিতে পছন্দ করেন, কিন্তু অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন (আসো) আয়োজিত শুক্রবারের সেমিনার ও মুক্ত আলোচনা ছিল দর্শক–অতিথিদের কাছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।
শুক্রবার (৭ নভেম্বর) জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের বিষয় ছিল ‘সামাজিক সহায়তা নেটওয়ার্ক ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন সুবিধা পাওয়ার উপায়’। আলোচনায় উঠে আসে হোল ইউ এনওয়াইসি ও নিউইয়র্ক সিটির সিভিক এনগেজমেন্ট কমিশনের (সিইসি) নানা কর্মসূচি, নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন নাগরিক সুবিধা, বাসস্থান ও খাদ্য সহায়তা, তথ্যের সহজপ্রাপ্তি এবং ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক।
অনুষ্ঠানে বক্তব্য দেন আসো’র নির্বাহী পরিচালক রুবাইয়া রহমান, সিইসির সিনিয়র উপদেষ্টা বেঞ্জামিন, অভিনেতা আহমেদ শরিফ, স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য প্রাণ গোবিন্দ কুণ্ডু, ছড়াকার ও সুবিধাবিষয়ক বিশেষজ্ঞ মনজুর কাদের, আবাসন বিশেষজ্ঞ সৈয়দ মিজানুর রহমান, চার্টার্ড হিসাবরক্ষক সারোয়ার চৌধুরী, আব্দুল্লাহ তারেক ও কমিউনিটি অ্যাকটিভিস্ট আনোয়ার হক।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সিইসি থেকে পাঠানো দুটি বিশালাকৃতির পুতুল, যারা অতিথিদের নজরকাড়া অভ্যর্থনা জানায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিন। তার পরিচালনায় নির্মিত একটি তথ্যচিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।
আসো পরিবারের সদস্য ও অতিথিরা পুরো অনুষ্ঠানজুড়ে সক্রিয়ভাবে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।



চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন