জিয়াউল হক জিল্লুঃ চলে গেলেন আহমেদ মমতাজ ভাই। করোনা কেড়ে নিয়েছে এই মহৎপ্রাণ লেখক, গবেষকের প্রাণ। সাংবাদিকতা পেশার শুরুতে যে কজন সজ্জন মানুষের সাথে পরিচয় হয়েছে তিনি তাদের একজন। ২০০২ সালে একটা কাগজ বের করবো বলে আত্নবিশ্বাস নিয়ে চলে গিয়েছিলাম আরামবাগ দশদিশা প্রিন্টার্সে। কলেজ পেরোনো এক তরুণের কাগজ বের করার মতো দুঃসাহস দেখে তিনি প্রথমে অবাক হলেও সেদিন আমার পাশে দাঁড়িয়েছিলেন। কোথায় কম্পিউটার কম্পোজ করবো, কাগজের মেকআপ, পেস্টিং সব তিনি বলে দিয়েছিলেন। লেখাও দিয়েছিলেনন একটা। তারপর সেই প্লেট নিয়ে ছুটলাম শ্যামবাজার দশদিশা’র প্রেসে। ছাপা পত্রিকা হাতে পেয়ে খুশি হলেন অনেক। প্রেসের বিল নিলেন না অনেক অনুরোধের পরও। তখনকার অনেক সিনিয়র সাংবাদিকের অহমিকা আর নতুনদের প্রতি তাচ্ছিল্যের যে চেহারা দেখেছিলাম তার বিপরীতে মমতাজ ভাই ছিলেন একেবারে ব্যতিক্রম। কেউ কেউ উনাকে ফোন করে আমার কাগজে লেখা দিতেও নিষেধ করেছিলেন। তাঁর লেখা “মীরসরাই’র ইতিহাস সমাজ সংস্কৃতি” বইতে আমার কাগজের মলাটের ছবিসহ বিস্তারিত ছেপেছিলেন। এরপর বহুবার দেখা হয়েছে, কথা হয়েছে। উনিই ফোন করতেন বেশি। নতুন বই বের হলে জানাতেন। তাঁর স্নেহ ভুলতে পারবো না কোনো দিন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন