চলমান ডেস্ক: দীর্ঘ আড়াই মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাসায় ফিরে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষটি নিশ্চিত করে বলেন, ম্যাডাম বাসায় যাওয়ার বিষয়ে এভারকেয়ার হাসাপাতাল কর্তৃপক্ষের গঠিত খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ড সংবাদ সম্মেলন করবে। হাসপাতালটির অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করা হবে।
খালেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল বলেন, ম্যাডাম জিয়া হাসপাতাল থেকে ৮১ দিন পর বাসায় ফিরবেন। চিকিৎসকরা কেবল তার রক্তক্ষরণটা বন্ধ করতে পেরেছেন। লিভার সিরোসিসের উপযুক্ত চিকিৎসা তো দেশে নেই। বিদেশে সে চিকিৎসার সুযোগটা তাকে দেওয়া না হলে তিনি কতদিন আমাদের মাঝে থাকবেন তা আল্লাহ্ পাকই জানেন।
তিনি বলেন, বিদেশ থেকে একটি ক্যাপসুল অ্যান্ডোসকপি এনে ক্ষুদ্রান্তের নীচে ছিদ্র পাওয়া যায় সেটা বন্ধ করায় রক্তক্ষরণটা বন্ধ হয়েছে। মূল চিকিৎসা লিভার ট্রান্সপ্লান্ট সেটা বাংলাদেশে করা সম্ভব না। আর সরকারও তাকে বিদেশে যেতে দিচ্ছে না। সুতরাং এখন আল্লাহর ওপর ভরসা করা ছাড়া আর কোনো পথ নেই।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ নভেম্বর রক্তবমি হওয়ায় খালেদা জিয়াকে অ্যাভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ চিকিৎসক দল তার চিকিৎসাসেবা দিচ্ছেন। ৭৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
আইআই/সিএন
Views: 0
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন