সমেরসেট, ইংল্যান্ড: ইংল্যান্ডের সমেরসেট সিটির নির্বাচনে হলিরুড অক্কওয়ার্ডে চার্ড টাওন কাউন্সিল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের সন্তান শাকিল হাসান। সম্প্রতি এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলার এক নম্বর সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রামের সাম্মাজি বাড়ির মরহুম শামসুল হুদা এবং এসএম শেফালী হুদা দম্পতির তিন সন্তানের মধ্যে মেজো সন্তান শাকিল হাসান। তিনি দীর্ঘ দিন ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। তার বড় ভাই বদরুল হুদা শিমুল সৈয়দপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ছোট ভাই কামরুল হুদা সীতাকুন্ডের তরুণ ব্যবসায়ী।
শাকিল হাসান সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ ব্যাচের ছাত্র।সীতাকুন্ডের সন্তান শাকিল হাসান ইংল্যান্ডে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়াই সে দেশে বসবাসরত সীতাকুন্ডবাসীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। শুধু সীতাকুন্ডবাসীরাই নয়, লন্ডনে বসবাসরত বাংলাদেশিরাও তার জয়ে উল্লাসিত ও গর্বিত।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন