চলমান ডেস্ক: ক্ষেপণাস্ত্র ও সামরিক মহড়া বিষয়ে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে পারস্পরিক পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সোমবার (১০ জানুয়ারি) রাশিয়ার সাথে কথা বলেছেন মার্কিন উপ-পররাষ্ট্র মন্ত্রী ওয়েন্ডি শারমন। মস্কো ইউক্রেনে আগ্রাসন চালালে এ ক্ষেত্রে তাদেরকে বড় ধরনের মাশুল দিতে হবে বলে ওয়াশিংটনের সতর্ক বার্তা পুনর্ব্যক্ত করেছেন তিনি। খবর এএফপি’র।
রাশিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী সের্গেই রিয়াবকভের সাথে জেনেভায় আলোচনার পর শেরমন সাংবাদিকদের বলেন, ‘যে সব ক্ষেত্রে আমাদের দিই দেশের আদর্শের মিল রয়েছে, সে সব ক্ষেত্রে আমরা পারস্পরিক পদক্ষেপ গ্রহণ করতে পারি। এতে আমাদের নিরাপত্তা স্বার্থ বজায় থাকবে ও কৌশলগত স্থিতিশীলতার উন্নতি ঘটবে।’
শেরমন ক্ষেপণাস্ত্র রাখার বিষয়ে ব্যাপক পরিসরে আরো আলোচনার প্রস্তাব দিয়েছেন। রাশিয়া নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানোর পর তিনি এমন প্রস্তাব দেন। এ দিকে, রাশিয়া ইউক্রেন সীমান্ত বরাবর তাদের সৈন্য জমায়েত করছে। তবে তিনি ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না এমন নিশ্চয়তার জন্য রাশিয়ার প্রস্তাব নাকচ করে দেন।
শারমন বলেন, ‘ন্যাটোর ওপেন-ডোর পলিসি বন্ধ করার আমরা কাউকে সুযোগ দেব না।’
তিনি ইউক্রেন সীমান্তে জমায়েত করা রাশিয়ার প্রায় এক লাখ সৈন্য ব্যারাকে ফেরত নিতে মস্কোর প্রতি ফের আহ্বান জানিয়েছেন।
এ ক্ষেত্রে রাশিয়া সৈন্য ফেরত না নিয়ে ইউক্রেনে আগ্রাসন চালালে তাদেরকে এর জন্য বড় ধরনের মাশুল দিতে হবে বলে সতর্ক করে দেন শারমন।
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন