মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

শিরোনাম

ইউক্রেনে বাফার জোনে শান্তিরক্ষায় বাংলাদেশি সেনা পাঠানোর প্রস্তাব

রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তিচুক্তির পর ইউক্রেনে একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল তৈরি করা হতে পারে। এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও সৌদি আরবসহ ন্যাটোভুক্ত নয়—এমন কিছু দেশের সেনা পাঠানোর বিষয়ে আলোচনা চলছে।

জানা যায়, বাফার জোন হবে একটি বৃহৎ বেসামরিক এলাকা, যা ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার আক্রমণ থেকে সুরক্ষা দেবে। এ ক্ষেত্রে ন্যাটোর কোনো সেনা বা প্রতীকী উপস্থিতি থাকবে না, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে এটি সংবেদনশীল বিষয়।

আরও জানা যায়, যুক্তরাষ্ট্র এই পর্যবেক্ষণ কার্যক্রমে নেতৃত্ব দিতে পারে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সংশ্লিষ্ট দেশের নেতাদের সম্মতি প্রয়োজন হবে।

গত মাসে আলাস্কায় ট্রাম্প ও পুতিনের আলোচিত বৈঠকেও যুদ্ধ শেষ করার মতো কোনো অগ্রগতি হয়নি। এনবিসি জানিয়েছে, যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা ট্রাম্প দেখছেন না এবং জেলেনস্কি-পুতিন বৈঠকও খুব শিগগির হওয়ার কোনো ইঙ্গিত নেই।যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পরিকল্পনা অনুযায়ী, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা ন্যাটোর ধারা ৫–এর বাইরে গিয়ে দেওয়া হবে। এর পরিবর্তে ন্যাটোভুক্ত নয়—এমন দেশগুলোর সেনা এবং ইউক্রেন ও তার মিত্রদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে এ নিশ্চয়তা দেওয়ার কথা ভাবা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন