মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

সোমবার, ফেব্রুয়ারী ২০, ২০২৩

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: ইউক্রেনে রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করছে বলে মন্তব্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

কমলা হ্যারিস তাঁর বক্তৃতায় বলেন, ‘রাশিয়া প্রায় এক বছর ধরে ইউক্রেনে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও নির্বাসনে পাঠানোর মতো জঘন্য মানবতাবিরোধী অপরাধ করছে।’

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে উপস্থিত অন্যান্য বিশ্বনেতাও ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সাহায্য-সহযোগিতা ও সমর্থন দেওয়ার আহ্বান জানান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনকে কীভাবে সুরক্ষা দেওয়া যায়, তার পরিকল্পনা পশ্চিমা মিত্রদের এখনই করা উচিত। তাদের এখন সময় এসেছে সামরিক সহায়তা আরও বাড়ানোর।

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি হবে। এর আগে জার্মানিতে নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কমলা হ্যারিস বলেন, ইউক্রেনে অপরাধ সংঘটনের জন্য রুশদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তারা আমাদের মূল্যবোধ ও মানবতার ওপর আক্রমণ করেছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন