চলমান ডেস্ক:
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যে কোন ধরনের আগ্রাসনের যুক্তরাষ্ট্র কঠোরভাবে জবাব দেবে। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
বাইডেন আরো বলেছেন, ‘ইউক্রেন প্রশ্নে ছড়িয়ে পড়া উত্তেজন প্রশোমনে কূটনৈতিক সমাধান প্রয়োজন।’
মার্কিন প্রেস সেক্রেটারি জেন সাকি এক বিবৃতিতে বলেন, ‘রাশিয়ার নেতার সাথে দীর্ঘ ৫০ মিনিট ধরে ফোনালাপ চলাকালে বাইডেন সুস্পষ্টভাবে বলেন, ‘রাশিয়া ইউক্রেনে ফের কোন ধরনের আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশ ও অংশীদাররা এর কঠোর জবাব দেবে।’
সিএন/এমএ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন