শনিবার, ১০ মে ২০২৫

শিরোনাম

ইউটিকায় খেলনা পিস্তলকে আসল ভেবে কিশোরকে গুলি করে মারল পুলিশ

রবিবার, জুন ৩০, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে পুলিশের ভুলে প্রাণ গেছে ১৩ বছর বয়সি কিশোরের। খেলনা পিস্তলকে আসল ভেবে তাকে গুলি করে খুন করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ জুন) রাতে নিউইয়র্ক রাজ্যের ইউটিকা শহরে অস্ত্রের মুখে ১৩ বছর বয়সি কিশোরের পথ আটকে দেয় পুলিশ। এ সময় আত্মরক্ষার্থে হাত উঁচু করে ওই কিশোর।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই কিশোর দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশও তার পিছু নেয়। এ সময় ওই কিশোর নিজের কাছে থাকা পিস্তল তাক করলে পুলিশ সরাসরি গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়লেও ফের করা হয় গুলি।

যদিও পরে পুলিশ জানায়, খেলনা পিস্তল দিয়ে পুলিশের দিকে তাক করেছিলো ওই কিশোর।

সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ মা। তার অভিযোগ, পুলিশের ভুলের কারণেই অকালে প্রাণ হারাতে হলো সন্তানকে। এ ঘটনায় নিহতের পরিবারের সাথে দেখা করতে ছুটে যান ইউটিকা শহরের মেয়র। ঘটনার সুষ্ঠ তদন্তের পাশাপাশি জড়িত পুলিশ কর্মকর্তার শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন।

কয়েক বছর পূর্বে শরণার্থী হিসেবে নিউইয়র্কে আশ্রয় নেয় মিয়ানমারের এ পরিবারটি।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন