প্রতিবছর একটা সময় ইউরোপে শুরু হয় গ্রীষ্মকালীন তাপপ্রবাহ। যদিও এইবার সময়ের আগেই হটাৎ শুরু হয়েছে তাপপ্রবাহ। এই কারণে দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্ক ও ফ্রান্সেও। সারাদিন ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন আগুন নেভানোর জন্য।
সোমবার দাবানলের কারণে তুরস্কে ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসসহ ১৬টি অঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’। আরও ৬৮টি অঞ্চলে রয়েছে ‘অরেঞ্জ অ্যালার্ট’। সোমবার পর্যন্ত ৯৬টি অঞ্চলের মধ্যে ৮৪টিতেই ছিল তাপ সতর্কতা।
ফ্রান্সের জলবায়ুবিষয়ক মন্ত্রী এই পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ বলে আখ্যা দিয়েছেন। ইতোমধ্যে প্রায় ২০০টি স্কুল আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ কর্বিয়েরেস পর্বতমালায় দাবানলের ঘটনায় বহু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং বন্ধ করা হয়েছে একটি মোটরওয়ে।
ইতালির ২১টি শহরে জারি হয়েছে রেড অ্যালার্ট, যার মধ্যে রয়েছে রোম, মিলান, ভেনিস এবং সার্ডিনিয়া। জরুরি চিকিৎসা বিভাগ জানাচ্ছে, তাপজনিত অসুস্থতা এবং হিটস্ট্রোকের হার ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।
যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে মঙ্গলবার রেকর্ড হয়েছে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, উইম্বলডনে ছিল ৩২.৯ ডিগ্রি- যা টেনিস টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে গরম দিন হিসেবে চিহ্নিত হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই জুন মাস হতে পারে ব্রিটেনের ইতিহাসে অন্যতম উষ্ণতম।
স্পেন এবং পর্তুগাল দুই দেশেই জুন মাসের সবচেয়ে গরম দিন রেকর্ড হয়েছে সপ্তাহান্তে। পর্তুগালের লিসবনসহ সাতটি জেলায় রয়েছে সর্বোচ্চ তাপ সতর্কতা। দাবানলের ঝুঁকিও বাড়ছে।
জার্মানির আবহাওয়া বিভাগ জানায়, তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। রাইন নদীর পানি কমে যাওয়ায় গুরুত্বপূর্ণ নৌপথে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, বেড়েছে পরিবহন খরচ।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন