বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইনায়া ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ

বৃহস্পতিবার, মে ৬, ২০২১

প্রিন্ট করুন
chalaman newyork 3 1

মানবতার কল্যানে ইনায়া ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহারে অর্থ সহায়তা দেন নিউইয়র্কপ্রবাসী আইঅ্যান্ডডি গ্রুপের সিইও এবং ইনায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রিজ চৌধুরী। রমজান মাসের শুরু থেকে ইফতার, গ্রোসারি সামগ্রী, শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ ছাগলনাইয়া উপজেলার ১০ নং গোপাল ইউনিয়নে বিতরণ করেন। একই সাথে মেধাবৃত্তি চালু, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউবয়েল, স্যানিটেশন বাসানোর কাজও করে দিচ্ছেন ইনায়া ফাউন্ডেশন। বর্তমানে এক ইউনিয়নে ঈদ উপহার সামগ্রী দেয়া হলেও আগামীতে তিনটি ইউনিয়নে ঈদ উপহার দেয়া হবে। এ ছাড়া কোরবানির মাংস বিতরণ এবং বয়স্ক ভাতা শেখজিপাড়ায় এলাকায় চালুর পরিকল্পনার কথা জানান কর্মকর্তারা।

ঈদ উপহার বিরতণ উদ্বোধন করেন ইনায়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আইঅ্যান্ডডি ইউএসএ গ্রুপের সিইও রিজ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পুলিশ অফিসার গোপাল তদন্ত কেন্দ্র আইসি কর্মকর্তা শাহীন মিয়া, ইনায়া ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি রায়হান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ ইমরান ভূঁইয়া, যুগ্ন সম্পাদক হারুন তাজ, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, দপ্তর সম্পাদক একরামুল হক, ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ নাহিদ, মোঃ হারেস, শেখ বেলায়েত হোসেন, শেখ শাহজাহান, রাসেল চৌধুরী। সহযোগিতায় ছিলেন, মনু মিয়া, মোঃ সাগর, মোঃ সুজা, মোঃ শফিক, আশিক মাহমুদ, শেখ রানা, মোঃ জাহাঙ্গীর। যুক্তরাষ্ট্র প্রবাসী রিজ চৌধুরী, কোভিড–১৯–এর মধ্যে কয়েক শ পরিবারে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী তুলে দেন। এ ছাড়া যেকোনো ধরনের সামাজিক ও মানবিক বিষয়ে তার সহযোগিতা অব্যাহত রয়েছে। রিজ চৌধুরীর মেয়ের নামে ২০১৮ সালে ইনায়া ফাউন্ডেশন গঠন করা হয়।

রিজ চৌধুরী জানান, ইনায়া ফাউন্ডেশন এটি একটি অরাজনৈক সংগঠন। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ।

Views: 0

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন