শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

ইফতার পার্টির অর্থে অসহায়দেরকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উপহার

শনিবার, এপ্রিল ৩০, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম সিটির দুস্থ, অসহায়, অস্বচ্ছল,  হিজড়া, বেদে, ছিন্নমূল, সেলুন কর্মচারী, বাস্তুহারা, হতদরিদ্র ও শারীরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় তিন হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার পার্টির পরিবর্তে চট্টগ্রাম জেলা প্রশাসন এবার ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ নিয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) সকালে এমএ আজিজ স্টেডিয়ামে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলার প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল সাত কেজি চাল, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি, এক কেজি লবণ ও দুই লিটার সয়াবিন তেল।

অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল দুলু, রাউজান উপজেলার চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন।

রেড ক্রিসেন্ট, সিপিপি ও মানবিক স্বেচ্ছাসেবক টিম উপহার সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করে।

সিএন/এমএ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন