বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ইমাম কল্যান ট্রাস্টের নতুন কমিটির প্রথম সভা

সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে ইসলামিক ফাউণ্ডেশন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও ট্রাস্টের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসেন প্রামাণিক।

সভায় ঋণের পরিমাণ বৃদ্ধি করা, ভাতা বৃদ্ধিসহ বেশকয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম, ট্রাস্টের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুমায়ুন কবির, রাজশাহীর জামেয়া সালাফিয়ার ইমাম ও খতিব শায়েখ মাওলানা আবদুল্লাহ, সায়েন্স ল্যাবরেটরী মসজিদের ইমাম ও খতিব মুফতি শামসুদ্দোহা আশরাফী, ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালকসহ অন্যান্য সদস্যবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন